ভারতের পরিবহণ, প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা

Show Important Question


1) Nh-34 সংযোগ স্থাপন করে
A) কলকাতা থেকে আসানসোল
B) কলকাতা থেকে ঝাড়গ্রাম
C) কলকাতা থেকে শিলিগুড়ি
D) কলকাতা থেকে বনগাঁ

2) কোন জাতীয় সড়কটির নাম nh2 ?
A) বোম্বে রোড
B) ব্যারাকপুর ট্রাঙ্ক রোড
C) দিল্লি রোড
D) গ্রান্ড ট্রাঙ্ক রোড

3) ভারতের কোন্ শহরে ভূগর্ভস্থ রেল প্রথম চলাচল শুরু করেছে?
A) দিল্লি
B) মুম্বাই
C) চেন্নাই
D) কলকাতা

4) ভারতে সর্বপ্রথম রেলগাড়ি কবে চালু হয়?
A) 16 এপ্রিল, 1853
B) 15 এপ্রিল, 1873
C) 19 এপ্রিল, 1850
D) 19 মার্চ, 1950

5) ম্যাঙ্গলোর বন্দরটি কোন্ রাজ্যে অবস্থিত?
A) কর্ণাটক
B) কেরালা
C) তামিলনাড়ু
D) অন্ধ্রপ্রদেশ

6) হুগলী নদীর তীরবর্তী কলকাতা বন্দর কোন ধরণের বন্দর ?
A) নদী বন্দর
B) সমুদ্র বন্দর
C) হ্রদ বন্দর
D) স্বাভাবিক পোতাশ্রয়

7) ভারতে অধিকাংশ লৌহ-আকরিক কোন বন্দর থেকে বিদেশে রপ্তানী করা হয় ?
A) মার্মাগাঁও
B) পারাদ্বীপ
C) কোচিন
D) খান্ডালা

8) ভারতের বৃহত্তম বিমানবন্দর কোনটি ?
A) নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, কলকাতা
B) জওহরলাল নেহেরু আন্তর্জাতিক বিমানবন্দর, মুম্বাই
C) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লী
D) মীনম্ব্ক্কম আন্তর্জাতিক বিমানবন্দর, মাদ্রাজ

9) বোম্বাই বন্দর কোন ধরণের বন্দর ?
A) সমুদ্র বন্দর
B) হ্রদ বন্দর
C) নদী বন্দর
D) কৃত্রিম পোতাশ্রয়

10) ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি ?
A) নিউ ম্যাঙ্গালোর
B) নিউ তুতিকোরিন
C) নভসেবা
D) খান্ডালা

11) পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হল
A) ল্যান্ডস্যাট-1
B) আর্যভট্ট
C) ইনস্যাট
D) স্পুটনিক-1

12) ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?
A) মহারাষ্ট্র
B) গুজরাট
C) কর্ণাটক
D) তামিলনাড়ু

13) সতীশ ধবন মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
A) কেরালা
B) কর্নাটক
C) অন্ধ্রপ্রদেশ
D) গুজরাট

14) ভারতের সর্বশ্রেষ্ঠ্র সামুদ্রিক বন্দর কোনটি ?
A) মুম্বাই
B) কলকাতা
C) খান্ডালা
D) মার্মাগাঁও

15) ভারতের শুল্কমুক্ত বন্দর কোনটি?
A) নিউ ম্যাঙ্গালোর
B) নভসেভা
C) মার্মাগাঁও
D) কান্ডালা

16) কোচি বন্দর কোথায় অবস্থিত?
A) ম্যাঙ্গালোর
B) মুম্বাই
C) তামিলনাড়ু
D) কেরল

17) Metro rail was started in Kolkata in / কোলকাতায় মেট্রোরেল চালু হয়
A) 1984/ 1984 খ্রিঃ
B) 1986/ 1986 খ্রিঃ
C) 1988/ 1988 খ্রিঃ
D) 1989/ 1989 খ্রিঃ

18) Kolkata - Mumbai National Highway via Agra is known as / আগ্রা দিয়ে কলকাতা-মুম্বই জাতীয় সড়ক এই নামে পরিচিত :
A) NH-5/ NH-5
B) NH-8/ NH-8
C) NH-3/ NH-3
D) NH-6/ NH-6

19) Bongaon and Kolkata is connected by _____ / জাতীয় সড়ক বনগাঁর সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন করেছে -—
A) NH-35/ জাতীয় সড়ক - 35
B) NH-02/ জাতীয় সড়ক - 02
C) NH-06/ জাতীয় সড়ক - 06
D) NH-32/ জাতীয় সড়ক - 32

20) The headquarter of the Eastern Railway is located at / পূর্ব রেলপথের সদর দপ্তর —— -এ অবস্থিত
A) Ranchi/ রাঁচি
B) Kharagpur/ খড়গপুর
C) Dispur/ দিসপুর
D) Kolkata/ কোলকাতা